ডুমুরিয়ায় সরকার ঘোষিত লকডাউন পালনে জনপ্রতিনিধিদের উপস্থিতি নেই

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া:
খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে আগামী ২২ জুন হতে ২৮ জুন, ২০২১ পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কর্তৃক, খুলনা জেলায় কঠোর বিধি নিষেধ ও লকডাউন ঘোষণা করেন।
আজ লকডাউন এর প্রথম দিন কিন্তু লকডাউন বাস্তবায়নে মাঠে নেই ডুমুরিয়ার জনপ্রতিনিধিরা। এদিকে ডুমুরিয়া উপজেলায় সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর এলাকার পরিবহন শ্রমিক, প্রতিনিয়ত খুলনা সাতক্ষীরা মহাসড়ক, খুলনা যশোর মহাসড়ক হয়ে ডুমুরিয়া উপজেলায় আসা-যাওয়া করে, যার কারণে ডুমুরিয়া উপজেলায় করোনা সংক্রমনের আশংকা রয়েছে, এমতাবস্থায় মহামারী করোনা,র হাত থেকে বাঁচতে জেলা প্রশাসন ঘোষিত যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সাথে এক যোগে কাজ করবেন জনপ্রতিনিধিরা।কিন্তু আজ লকডাউন এর প্রথম দিনে ডুমুরিয়ার বাস্তব চিত্র ভিন্ন, ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া থানা পুলিশ এবং জাতীয় সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই,র “কর্মী ছাড়া, ডুমুরিয়া উপজেলা সদরে লকডাউন পালনে মাঠে নেই কোন জনপ্রতিনিধি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াদুদ এবং ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মানুষকে সচেতন করতে ও লকডাউন বাস্তবায়ন করতে প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করে চলেছেন, ডুমুরিয়া বাজারে মোটরসাইকেলে পুলিশ সর্বক্ষণ লকডাউন পালনে মহড়া দিচ্ছে, আজ ডুমুরিয়া বাজারে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম কম ছিল।
এ দিকে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, যাদের এই সময় জনগনের পাশে থাকার কথা তারা ঘরে বসে আছেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি যদি ইউনিয়ন চেয়ারম্যানগণ প্রতিটা ইউনিয়নে ৯ জন গ্রাম পুলিশকে দায়িত্ব পালনের কাজে লাগায়, তাহলে লকডাউন বাস্তবায়নে খুব একটা বেগ পেতে হতোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x