বাগেরহাটে আওয়ামীলীগের উদ্যেগে মাস্ক, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বাগেরহাট অফিস:
করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্যে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। মোংলায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়েছে।তাই সংক্রমণ থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জননেতা শেখ হেলাল উদ্দিন ও শেখ সারহান নাসের তন্ময় এমপি এবং বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর নির্দেশনায় মোংলা,রামপালসহ বাগেরহাট জেলার সকল উপজেলা ও পৌরসভায় মাস্ক,সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।গতকাল ২১ জুন সোমবার দুপুরে মোংলার বাস স্ট্যান্ডে মোংলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাস্ক,সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দিন একথা বলেন।তিনি আরো বলেন,মহামারি করোনা মোকাবেলায় তৃর্নমুল পর্যায়ে জনগনকে মাক্স ব্যবহার করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ব ভাবে কাজ করার জন্য উপস্থিত সকল নেতাকর্মিদের প্রতি উদ্বাত্ত আহব্বান জানান।
সোমবার দুপুর ১টায় মাস্ক-স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে সভাপতিত্ব করেন মংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম (সাহেব),জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বাগেরহাট চেম্বার অব কমাসের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন,জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুর রব,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু হানিফ ফকির,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব বিনয়কৃষ্ণ মন্ডল,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপী প্রমূখ।সমাবেশ শেষে মোংলা বাস স্ট্যান্ড এলাকায় দুই সহস্রাধিক শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক,স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।সকাল ১১টায় রামপাল উপজেলা ডাক বাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুরুপ মাস্ক-স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম (সাহেব),জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শেখ লিয়াকত হোসেন লিটন,জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুর রব,রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ,শেখ মোজাফ্ফর হোসেন,হামীমনুরী।অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,আওয়ামীলীগনেতা অধ্যক্ষ মোতাহার হোসেন,শেখ বজলুর রহমান,গাজী আকতার হোসেন,সরদার আব্দুল হান্নান,সিরাজুল আলম দ্বারা,সরদার বোরহান উদ্দিন,চয়ন মন্ডল,শেখ হাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x