বাবা আমার সুপারহিরো: মুশফিক
মাঠে ময়দানে ডেস্ক:
জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ ক্রিকেট প্রেমিদের কাছে পরিচিত মুখ। দেশ কিংবা দেশের বাইরে যেখানেই ছেলের খেলা থাকে, সুযোগ পেলেই সেখানে ছুটে যান তিনি। গ্যালারিতে উপস্থিত থেকে মাহবুব হামিদ উৎসাহ দেন ছেলেকে, দলকে। তার উপস্থিতি ছেলে মুশফিককেও ভালো খেলতে যোগায় বাড়তি প্রেরণা। এবারের বাবা দিবসে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে মুশফিক ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। আর এর ক্যাপশনে বাবাকে সম্বোধন করেছেন সুপারহিরো হিসেবে।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মুশফিক লিখেছেন, মিরপুর, গ্যাবা অথবা লর্ডস—আমার সুপারহিরো বাবা সব জায়গাতেই উপস্থিত থাকেন আমাকে ও বাংলাদেশকে সমর্থন করার জন্য। তাঁর দোয়া আমাকে অনুপ্রেরণা জোগায় দেশের জন্য ভালো পারফরম্যান্স করার জন্য। তোমাকে ভালোবাসি বাবা। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার জন্য শুভেচ্ছা।’