তালার খলিষখালীতে ওয়াস প্রকল্পের বাজেট মিটিং অনুষ্ঠিত
বাবলা সরদার, (পাটকেলঘাটা প্রতিনিধি):
তালার খলিষতে উত্তরনের আয়োজনে ওয়াস প্রকল্পের মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০জুন) বেলা ১২টার দিকে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে উক্ত প্রকল্পটির মিটিং অনুষ্ঠিত হয়। উত্তরনের ফিল্ড ফ্যাচেলেটর সজিব হোসেনের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য পংকজ রায়, তপন বাছাড়, জালালউদ্দীন মোড়ল, উত্তম কুমার দে, মুজিবর রহমান মোল্লা শফিকুল ইসলাম প্রমূখ। এসময় বক্তরা বলেন, দীর্ঘদিন যাবৎ সংস্থাটি সুপেয় ও স্যানিটেশন ব্যাবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে। এলাকায় কোন সুপেয় পানি ও স্যানিটেশনের সমস্যা দেখা সেখানে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংস্থাটির সদস্যবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।