রূপসায় ৫০০ গ্রাম গাজা সহ মাদক বিক্রেতা আটক
রূপসা প্রতিনিধি: মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম এক বিশেষ অভিযানে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। পুলিশ জানায় উক্ত টিম পাচানী গ্রামের আবুল কালাম এর স্ত্রী রুপিয়া বেগম (৫৩) এর বাড়ীতে সম্প্রতি আকস্মিক অভিযান চালায়। এ সময় বাড়ী তল্লাশী করে তারা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেন।