বৃষ্টির কবলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

মাঠে ময়দানে ডেস্ক:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কিন্তু বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। এমনকি এখনো টসও হয়নি ।
শুক্রবার ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে টস করতে নামতে পারেনি দুই দল। ইতিমধ্যে মধ্যাহ্ন বিরতি হয়ে গেছে প্রথম দিনের।
অবশ্য খারাপ আবহাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ফাইনালের জন্য রিজার্ভ হিসেবে ষষ্ঠ দিন স্থিত রয়েছে।
ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মুকুট মাথায় তোলার জন্য লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটি ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x