পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার প্রতিবাদে হিরো আলমের গান

বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার প্রতিবাদ ও সুবিচারের দাবি জানালেন হিরো আলম। তবে কোনো বিবৃতি বা্ মন্তব্যের মাধ্যমে, পরীমনির জন্য ন্যায়বিচার চেয়েছেন তিনি গানে গানে।
হিরো আলম তার ইউটিউভ চ্যানেলে বৃহস্পতিবার নিজের গাওয়া ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামে একটি গান পোস্ট করে ঢালিউডের এই নায়িকার সঙ্গে ​ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার বিচার দাবি করেছেন। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেন মোমো রহমান।
হিরো আলমের গানটি নিয়ে ইউটিউবের কমেন্টস বক্সে মন্তব্য করেছেন শত শত ভিউয়ার। এসব মন্তব্যে অনেকে যেমন পরীমনিকে সমবেদনা ও সমর্থন জানিয়েছেন, তেমনি অনেকে আবার তাকে নিয়ে সমালোচনাও করেছেন।
পরীমনিকে নিয়ে হিরো আলমের গাওয়া গানটির প্রথম কয়েকটি লাইন হলো-
‘‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না
শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না
উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি।
নারী জাতি মায়ের জাতি
আর রবে না বঞ্চিত
পরীমণিরা সব বিচার পাবে
কেউ রবে না অবহেলিত
উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’

গানটি শুনতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x