কোভিড-১৯ ভ্রাম্যমাণ আদালতের রূপসা ঘাটে অভিযান-সনাক্ত ২

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় কোভিড-১৯ নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রূপসা সহকারী ভূমি কমিশনার মোঃ মাসুম বিল্লাহ নেতৃতে গতকাল বিকাল ৫টায় রূপসা ঘাটে এ অভিযান করা হয়। এ সময় মুখে মাক্স না পড়ার দরুণ ২ জনকে আর্থিক জরিমানা ও ২৪ জনকে তাৎক্ষনিক কোভিড-১৯ পরীক্ষার জন্য ফিস বাবদ ১০০ টাকা গ্রহনের মাধ্যেমে জরিমানা করা হয়। এ অভিযানে অংশ গ্রহন করেন রূপসা স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ মোক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ তামিম আকন ও মানব হালদার এবং রূপসা থানা ও বাস ষ্ট্যান্ড ফাঁড়ির একদল পুলিশ সদস্য। জানা যায়, করোনা নমুনা র‌্যাপিড টেস্টের পরে ২ জনের পজিটিভ পাওয়া যায়। এরা হলেন বাগেরহাট চুলকাঠির রাহুল (২১) ও খুলনা সদরের টুটপাড়ার আলম (৪০)।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x