আবু ত্ব-হা পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন: পুলিশ
কালান্তর ডেস্ক:
আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত ও পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে রংপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে এদিন দুপুরে আবু ত্ব-হা আদনান রংপুর নগরীর কলেজ রোডে তার প্রথম স্ত্রীর বাবার বাড়িতে ফিরে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানার পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। থানা থেকে পরে আদনানকে রংপুরের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এছাড়া আদনানের গাড়ির চালক ও দুই সফরসঙ্গীও ( আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন) বাসায় ফিরেছেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে আবু ত্ব-হা আদনান রংপুর নগরীর কলেজ রোডে তার প্রথম স্ত্রীর বাবার বাড়িতে আসেন। খবর পেয়ে প্রথমে তাকে থানা পুলিশের হেফাজতে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে