ছয়দিন ধরে নিখোঁজ ইসলামী বক্তা আদনান

কালান্তর ডেস্ক :
রংপুরের ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ তাদের কোনো সন্ধানই দিতে পারছে না।
স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (১০ জুন) বগুড়ায় ওয়াজ মাহফিল শেষে ঢাকার সাভারের দিকে রওনা হন আবু ত্ব-হাসহ চারজন। এরপর থেকে তারা নিখোঁজ।
দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে আসছিলেন রংপুরের আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন ইসলামী বক্তা। চার সঙ্গীসহ নিখোঁজের পর তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পুলিশ বলছে, নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে খুব শিগগিরই ভাল খবর পাওয়া যাবে।
এদিকে নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার মঙ্গলবার ঢাকায় পুলিশ এবং র‍্যাব সদর দপ্তরে গিয়ে বাহিনী দু’টির প্রধানদের বরাবরে চিঠি জমা দিয়েছেন। পাশাপাশি তিনি গত সোমবার প্রধানমন্ত্রীর তার স্বামী সন্ধান পেতে চিঠি দিযেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x