সংসদে আলেমদের মুক্তির দাবি বিএনপি এমপিদের

কালান্তর ডেস্ক :
জাতীয় সংসদে মামুনুল হকসহ অন্যান্য আলেমদের মুক্তির দাবি করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
মঙ্গলবার সকালে সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি করেন।
বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, আলেমরা ভয়াবহ নিপীড়নের মধ্যে আছে। যে সমস্ত আলেমরা রিমান্ড ও গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে আপনি (প্রধানমন্ত্রী) তাদেরকে মুক্তি দিন। দেশে না হলে উদ্বেগ এবং ভারসাম্যহীন অবস্থার তৈরি হবে।
ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশে ধর্মীয় তাফসীর বন্ধ করে দিয়েছেন। অথচ সংবিধানে এর কোন বাধা নেই। কিন্তু গত ৪ দিন যাবত একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান সেসে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, পরীমণির মামলা নেয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের ৬০৪ টি পরিবারের। যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতে পারছে না স্থানীয় পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়েছে।
‌‘সরকারের দায়িত্ব অভিযোগগুলো তদন্ত করা। তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x