ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া :
আজ বিকাল ৫ ঘটিকায় ডুমুরিয়া বাজারে সরকার ঘোষিত লকডাউন পালন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বানিজ্য পরিচালনা তদারকির জন্য ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন। দূর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর সমগ্র বারোয়ানি বাজার ঘুরে ঘুরে দোকানদার,ক্রেতা,পথচারীদের সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক চলাচালের জন্য নির্দেশনা দেয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং বিকাল ৫ টার পর দোকান খোলা রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। এবং অনেককে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এরূপ অঙ্গিকারনামা নিয়ে ছেড়ে দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, জরিমানা বা শাস্তি প্রদান করা আমাদের উদ্দেশ্য নয়, মাহামারী করোনা সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এবং সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবসা বানিজ্য পরিচালনা করতে হবে। অন্যথায়, আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।