ডুমুরিয়ায় গৃহবধূ খুন
খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া :
ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন দুই কন্যার জননী পারভীন বেগম (৪০) নামের এক নারী। সোমবার দিবগত গভীর রাতে (১৫ জুন) উপজেলা সদরে মহিলা কলেজের পশ্চিম পাশে সামছুর ফকিরের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সকালে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতর মেয়ে নুরজাহান বেগম (১৯) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারভীনের ২য় স্বামী মোঃ লিটন মোল্যা (৪৩) কে প্রধান আসামী করা হয়।
স্থানীয় সুত্রে জানায়, বিগত ৮/১০ বছর আগে লিটন মোল্যার সাথে পারভীনে ২য় বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে চরমদ্বণ্ডের সৃষ্টি হয়ে এক মাস পূর্বে পারভীন তার স্বামী লিটনকে ডিভোর্স দেয়। এরপর থেকে লিটন পুনরায় পারভীনকে বিয়ে করতে বিভিন্ন সময়ে প্রস্তাব দিতে থাকে। কিন্তু সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় পারভীন কে হত্যার পরিকল্পনা করে লিটন। একপর্যায়ে সে গতকাল রাতে পারভীনের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। আসামী লিটন মোল্লা কে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।