খুবির শিক্ষক ড. শামীম মাহাবুবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম মাহাবুবুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আজ ১৫ জুন ২০২১ খ্রি. মঙ্গলবার বেলা ১২টায় ওয়েবিনারে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রদত্ত এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়ার পূর্বে তাঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, মরহুমের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. গাউছিয়াতুর রেজা বানু, প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম, চুয়েটের সহযোগী অধ্যাপক ও খুবির প্রাক্তন শিক্ষার্থী মোঃ রাশিদুল হাসান উদয়, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মেহেদী আহসান, প্রাক্তন শিক্ষার্থী মোঃ আনিসুর রহমান, শাহরিয়ার আলম প্রমুখ।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x