পুলিশের সদস্য সৌমেনের বাড়ি মাগুরায়
ফারুক আহমেদ, মাগুরা :
এএসআই সৌমেন আসলে কয়জনকে গুলি করলেন? কুষ্টিয়া জেলার কাস্টমস মোড়ে রবিবার তিনজন তাজা প্রাণ ঝরে গেলো পুলিশের সদস্য সৌমেন বিশ্বাসের পিস্তলের গুলিতে।
মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের একটি দরিদ্র হিন্দু পরিবারে বেড়ে ওঠা সৌমেনের। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর কষ্ট করেই দুই ছেলে ও এক মেয়েকে বড় করেছেন তাঁর মা। স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় তাঁর পুলিশে চাকরি হয়। চাকরি পাওয়ার পর ২০০৫ সালে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আরেকটি হিন্দু পরিবারে বিয়ে করেন সৌমেন। তাঁদের অষ্টম শ্রেণী পড়ুয়া একটি মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়া একটি ছেলে রয়েছে। সৌমেনের সাথে খুলনায় থাকেন তাঁরা। সৌমেনের ভায়ের কাছে জানতে পারি, এএসআই হওয়ার পর একটি পাকা বাড়ি করেন তিনি। সেই বাড়িতে মাকে নিয়ে থাকতেন ছোট ভাই। সৌমেন কিভাবে আসমা নামে এই নারীর সাথে সম্পর্কে জরিয়েছেন কেন তাঁদেরকে খুন করেছেন এর কোন উত্তর জানা নেই এই পরিবারের সদস্যদের। সৌমেনের শ্বশুর ও শ্যালিকারা বললেন এই দ্বিতীয় বিয়ে সম্পর্কে কিছুই জানতেন না তাঁরা। শ্যালিকা বললেন, তাঁর বোন বেশ চাপা স্বভাবের। দুই সন্তান নিয়ে তবুও ভালোই ছিল সে। কিন্তু সৌমেন যা করেছেন তাতে কালো আঁধার নেমে এসেছে দুই সন্তান ও স্ত্রীর জীবনে। মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সব কিছু। তাই প্রশ্ন হচ্ছে সৌমেন আত্মঘাতী হলেন, আর কতো জনকে খুন করলেন একসাথে?।