নড়াইলের পল্লীতে কৃষককে পিটিয়ে আহত

নড়াইল প্রতিনিধি :
নড়াইলের দিঘলিয়া ইউপির সারোল গ্রামের এক কৃষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। আহত আলী আহম্মেদ সারোল গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। দুপুর ৩ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আলী আহম্মেদকে নড়াইলের
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হমলার ঘটনার থানায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে। এলাকবাসী সুত্রে জানা গেছে, জেলার দিঘলিয়া ইউপির সারোল গ্রামের আলী আহমেদের সাথে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আঃ রউফ শেখের বিরোধ চলে আসছিল। আহত আলী আহম্মেদ ছেলে আব্দুল্লাহ বলেন, আমাদের সাথে প্রতিবেশী আঃ রউফ শেখের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে আমার বাবা শনিবার দুপুর ৩ টার দিকে সারোল বাজার থেকে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে বাদশা শেখের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আঃ রউফ শেখের নেতৃত্বে বাদশা শেখ, উজ্জল শেখ, সুজ্জল শেখ, ফোরকান শেখ, নুরকান শেখ সাজ্জাদ শেখ, আশিক শেখ, সঞ্জল শেখসহ ৮/১০ জন লাঠি-সোডা নিয়ে আমার বাবার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আমার বাবার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসী পালিয়ে যায়। খবর পেয়ে আমার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন আমার বাবাকে গুরুতর আহত অবস্থায় নড়াইলের লোহাগড়া হাসাতালে ভর্তি করি। এ হামলার ঘটনায় আমরা সুষ্ঠ বিচার চাই। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হরিদাস কুমার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x