অভয়নগরে বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
এইচ এম জুয়েল রানা :
অভয়নগরে শংকরপাশা গ্রামের দরিদ্র কৃষক বাক প্রতিবন্ধী আব্বাস মোল্যা (৮৩) উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি,গায়ের রং ফর্সা,ডান পাসের চোখ নষ্ট,মাথার সামানে টাক দু পাশে সাদা চুল, মুখে সাদা দাড়ি। তার পরনে ছিল লুঙ্গী সাদা পাঞ্জাবী। তিনি ১০ দিন আগে নিখোঁজ হয়েছেন। তার ছেলে আইয়ূব হোসেন জানান, তিনি গত ৫ জুন তারিখে অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। আতী¥য়ের বাড়ি থেকে বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এর পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। তার সন্ধান পেলে আব্বাস আলীর পুত্র আইয়ূব হোসেন ০১৮৭৬৭৪৮৭১৩ নং ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।