বিয়ের পিঁড়িতে চতুর্থবার শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক :
টলিউডের অভিনেত্রী ও সাংসদ নুসরাতের বেবি বাম্পের ছবি সামনে আসার একদিন পরেই সংবাদের শিরোনামে এসেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠেছে অন্যতম সুন্দরী এ নায়িকার চতুর্থ বিয়ে নিয়ে। কারণ সম্প্রতি বিজেপির নতুন এই নেত্রীর ইনস্টাগ্রাম পোষ্ট দেখলে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে।
সেখানে নববধূর সাজে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তার পরনে লাল শাড়ি, হাতে শাঁখা পলা, বড় নাকছাবি, সিঁথিতে সিঁদুর এবং মাথায় টোপর।
তবে ছবির ক্যাপশনে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন নায়িকা। জানিয়েছেন, একটি ব্রাইডাল শ্যুটের জন্যই তার এমন সাজ। কিন্তু, তার পরও শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিংয়ে মেতেছেন তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা।
আরেক অভিনেত্রী নুসরাতের প্রসঙ্গ টেনে একজন লিখেছেন, ‘এখন নুসরাত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর ইনি (শ্রাবন্তী) তিনবার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন, কী যে হচ্ছে’!
অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘এভাবে আর ঘর ভেঙ্গ না’। আরেকজন লিখেছেন, ‘ব্যস! এবার হবে ওয়ার্ল্ড রেকর্ড। চারবার বিয়ে করতে চলেছেন। জানি না আর কতগুলো হবে।’
এরকম আরো বহু নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে নায়িকার ইনস্টাগ্রামের কমেন্টস বক্স। যদিও কোনো মন্তব্যেরই কোনো জবাব দেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী। এরপর থেকে প্রায় প্রতিদিনই নাম না করে তারা একে অন্যকে কথার তিরে বিদ্ধ করেছেন। যদিও গত এপ্রিল-মে’তে শেষ হওয়া বিধানসভা নির্বাচনের সময় থেকে সেটি আর চোখে পড়ছে না। বরং এখন রোশন সিং তার তারকা স্ত্রী শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন। তিনি আদালতের দারস্থও হয়েছেন। এর প্রেক্ষিতে আগামী মাসে নায়িকাকে তলব করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x