প্রখ্যাত যাত্রাশিল্পী রনজিত রায়ের স্মরণসভা অনুষ্ঠিত
এইচ এম জুয়েল রানা :
দেশের প্রখ্যাত যাত্রাগান শিল্পী রনজিত রায়ের(৭৪) জীবন ও তার কর্মের উপর আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১১টার দিকে মণিরামপুর উপজেলার হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ উপলক্ষ্যে গতকাল রোববার দুপুর দুইটায় উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে তার নিজবাড়িতে এক জ্ঞাতিভোজের আয়োজন করা হয়।
মৃতের দীর্ঘদিনের সহচর স্থানীয় নিমাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন পদ্মা যাত্রাদলের সত্ত্বাধীকারী মোশারফ হোসেন, উপমহাদেশের প্রখ্যাত যাত্রাশিল্পী তপন সরকার, যাত্রাগানের জাতীয় ও প্রখ্যাত খলনায়কশিল্পী অবনী মল্লিক, যাত্রাশিল্পী অশোক বকসি, রবীন বালা, তুষার মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক চৈতন্য কুমার পাল, নিশার কান্তি মল্লিক প্রমুখ। সভা সঞ্চালণা করেন মণিরামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি রায়। বক্তারা বলেন, শিল্পী রনজিত রায় ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। তিনি যাত্রাগানের সবধরণের চরিত্রে অভিনয়ে পটু ছিলেন। মানুষকে অতি সহজে আপন করে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা ছিল তার। ৯০ এর দশকে যখন এদেশে যাত্রাগানের রমরমা ব্যাবসা ছিল তখন তিনি সারাদেশে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন। বক্তারা তার আদর্শকে তরুণপ্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।