ঢাকায় এলো চীনের উপহারের আরো ৬ লাখ টিকা

ঢাকা অফিস :
চীন থেকে সিনোফার্মের ছয় লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি ঢাকায় এসেছে। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি প্লেন টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় পৌঁছায়।
রোববার (১৩ জুন) বিকেলে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ছয় লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি প্লেন ঢাকার পথে রওয়ানা দেয়। রোববার বিকেলে এই টিকা ঢাকায় পৌঁছে।
সূত্র জানায়, চীনা টিকার সঙ্গে বেশ কিছু মেডিক্যাল সামগ্রীও ঢাকায় এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে এসব মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বিমান বাহিনীর ২৬ জন এয়ার ক্রু ও সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি শনিবার (১২ জুন) চীনে টিকা আনতে যান। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান শেখ মুর্তাজা গালিব দু’টি প্লেনের মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় পাঁচ লাখ টিকা উপহার দেয়। এ নিয়ে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দিলো চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্মের টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x