সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদের সাত দিনের লকডাউন আজ থেকে শুরু
মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
সাতক্ষীরায় দ্বিতীয় দফার সাত দিনের লকডাউন শুরু হয়েছে আজ। সকাল থেকে পুলিশ ব্যারিকেড বসিয়ে বিনা কারণে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।এদিকে সাতক্ষীরায় পর্যাপ্ত বেড ও ডাক্তার জনবল সংকটে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে স্বাস্থ্যবিভাগ।বর্তমানে ৬৮৩ জন করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ ও সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। অন্য রোগীরা রয়েছেন প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ টি আইসোলেশন ও ১৩৫ টি বেড ছাড়াও আট বেডের আইসিইউ রয়েছে। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র ৩৫ টি। আরও বেড ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তাররা। তিনি আরও জানান আজ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৫ টি বেড স্থাপনের কাজ চলছে।এদিকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমনের হার ৩৬ শতাংশে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে।