মনে পড়ে ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার ছোট্ট অঞ্জলিকে?

বিনোদন ডেস্ক :
আজ থেকে প্রায় ২১ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে বলিউডে মুক্তি পেয়েছিলো ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমাটি। মুক্তির পর ছবিটি বক্সঅফিসে সুপার ডুপার হিট হয়। ছবিটিতে শাহরুখ খান, কাজল, রানি মুখার্জি, সালমান খান ছাড়াও জনপ্রিয়তা পেয়েছিলো ছোট্ট অঞ্জলি। যার আসল নাম সানা সাঈদ। এই সিনেমা দিয়েই শিশুশিল্পী হিসেবে পর্দায় নাম লেখান তিনি।
এরপর তিনি অভিনয় করেন ‘হার দিল জো পেয়ার কারেগা’ ও ‘বাদল’ সিনেমায়। দুটি ছবিই মুক্তি পায় ২০০০ সালে। এরপর টেলিভিশনে মেগা সিরিয়ালে অংশ নেন। বাবুল কি আঙ্গাম ছোটি হ্যা ও লো হো গায়ি পূজা ইস ঘার কি- সিরিয়ালে দেখা যায় তাকে। এছড়াও কুমকুম, কাহি তো হোগা, হেই; ইএহি তো হে ওহ, সাত ফিরে, কাব্যঞ্জলী, সপ্না বাবুল কি বিদায়, সাজান ঘার জানা হ্যা, সাসুরাল গেন্দা ফুলসহ অনেক সিরিয়ালে অভিনয় করেন। এছাড়াও তাকে দেখা গিয়েছে বিভিন্ন রিয়েলিটি শোতেও।
২০১২ সালে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে তার, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে। সেখানে তাকে পার্শ্ববর্তী নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায় সিদ্ধার্থ ও বরুণের বিপরীতে।
তখনকার সেই ছোট্ট সানাকে দেখলে এখন চেনাই মুশকিল। সেই ছোট্ট অঞ্জলি অর্থাৎ সানা সাঈদ বর্তমানে ৩১ বছরের যুবতী। অনেকদিন ধরেই সানা সাঈদকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। প্রায় সময়ই বিভিন্ন রকম ছবি পোস্ট করেন। বেশ খোলামেলা রূপেও দেখা গিয়েছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x