তালার খলিষখালী বাজারে দোকান খোলা রাখায় ২ হাজার টাকা জরিমানা
বাবলা সরদার :
আজ ৯ জুন ২০২১। লকডাউন চলাকালে তালার খলিষখালী বাজারে দোকান খোলা রাখার অপরাধে ২ জন ব্যবসায়ী কে ২ হাজার টাকা জরিমানা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান।এ সভায় উপস্থিত ছিলেন খলিষখালী উইপি চেয়ারম্যান মোজাফফর রহমান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন খলিষখালীর দলুয়াও কাশিয়াডাঙ্গা বাজারে সন্ধ্যায় অভিধান পরিচালনা করার জন্য।