কেশবপুরে মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ৯ জনকে ১ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার কেশবপুরে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর পৌরসহরের থানা মোড়ে পথচারী ও দোকান মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। কেশবপুরের বায়সা গ্রামের জাহাঙ্গির, মঙ্গল কোট গ্রামের মাসুদ, আলতাপোল গ্রামের মেহেদী হাসান, সুজাপুরের সিদ্দিক, কেশবপুরের থানা মোড়ের আসমা মেডিকেলের মালিক, ডুমুরিয়া গ্রামের রায়হান, মণিরামপুরের রাসেল, কেশবপুরের ইলিয়াজ ও খুলনার জামাল প্রত্যেকের মাস্ক না পরায় দুইশত টাকা করে এ জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x