ইউক্রেনের জার্সি দেখে চটেছে রাশিয়া
মাঠে ময়দানে ডেস্ক :
ইউক্রেনের জার্সি দেখে চটেছে রাশিয়া। কিছুদিন পরই শুরু হচ্ছে ইউরো কাপ। তার আগে টুর্নামেন্টের জন্য নিজেদের জার্সি উন্মোচন করেছে ইউক্রেন। সেই জার্সি নিয়েই যত ঝামেলা।
জার্সি নিয়ে বিরোধিতা কেন? আসলে ইউক্রেনের জার্সিতে একটি মানচিত্র আঁকা হয়েছে। সেই মানচিত্রে ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়েছে ইউক্রেন। রাশিয়া মনে করে, ক্রিমিয়া তাদের দেশের অংশ।
বৈশ্বিক এই পরাশক্তি বছর সাতেক আগে ক্রিমিয়ায় নিজেদের আধিপত্য লাভ করেছিল। এরপর ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ আরও অনেক সংস্থা, অনেক দেশ থেকে চাপ এসেছে, তবু ক্রিমিয়ার দখল ছেড়ে দেয়নি রাশিয়া। তবে সে দখল এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পায়নি। তবু রাশিয়া এখনো নিজেদের অংশ হিসেবেই গণ্য করে রাজ্যটিকে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রিমিয়াকে এখনো ইউক্রেনের অংশ হিসেবে দেখা হয় বলেই হয়তো নিজেদের জার্সিকে সেটাকে নিয়েই মানচিত্র ছেপেছিল দেশটি। আর তাতেই চটেছে রাশিয়া।