সিলেটে ২ দফা ভূমিকম্প
কালান্তর ডেস্ক :
সিলেটে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুবার কেঁপে ওঠে নগরী। এ তথ্য জানান সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল এখনো জানা যায়নি। ভূমিকম্পের পর আতঙ্কিত নগরবাসী বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
এর আগে গত ২৯ মে এক দিনে চারবার এবং তার পরের দিন ৩০ মে দুবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে।