যুব ও ক্রীড়া মমন্ত্রনালয়ের উদ্যেগে ডুমুরিয়া কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া :
আজ সকাল ১১টায় ডুমুরিযা কলেজ মাঠে ডুমুরিয়া ইউনিয়ন বনাম সাহস ইউনিয়ন এর মাঝে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এর সার্বিক তত্ত্বাবধান এর দায়িত্বে আছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল ওয়াদুদ এবং ফুটবল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, আজ সকাল ১১টায় পুনরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলাটি ডুমুরিয়া কলেজ মাঠে শুরু হয়। অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিবেশে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ফুটবল খেলাটি শেষ হয়। ডুমুরিয়া ইউনিয়ন ০২গোলে সাহস ইউনিয়নকে হারিয়ে বিজয় লাভ করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে, মনিরুজ্জামান (এসি ল্যান্ড ভূমি) বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান (এসি ল্যান্ড ভূমি), অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার (ভারপ্রাপ্ত), ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু, চেয়ারম্যান জয়নাল আবেদীন, ক্রীড়া সংগঠক জামিল আক্তার লেলিন, সাংবাদিক খান মহিদুল ইসলাম, সাংবাদিক গাজী মাসুম, সাংবাদিক গাজী নাসিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x