বরিশালের সাতলায় বজ্র পাতে নিহত ১, অহত ২
এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি :
গতকাল বিকেলে বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলায় বজ্রপাতে ১ জন নিহত ও দুজ আহত হয়। ঘটনার প্রকাশ, প্রতিদিনের মতো গতকাল দুপুরে ফায়জুল হক খান্ডার ড্রেজার মেসিনে বালু উত্তলনে গ্রামের জৈনক সুন্দর আলীর জমিতে গিয়েছিলেন ইউনুস বালির ছেলে নান্টু বালি (২৮) ও দক্ষিণ সাতলার সেন্টু খাঁনের পুত্র সুমন ও জৈনক তুহিন। হটাৎ বজ্র বিষ্টি শুরুহলে সুমন ও তুহিন এরা দুজন শুকনো স্থানে থাকলেও প্রান বাচাতে নান্টু পানিতে ঝাপদেয়।পরে তাদের তিন জনকে দ্রুত চিকিৎসার জন্য বরিসাল নেওয়ার পথে নান্টু বালি মারাযায়। আজ সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করাহয়। উল্লেখ্যঃ দু সন্তানের জনক নান্টু শারীরিক (তার বাম হাতের আঙুল পোড়া ছিলো) প্রতিবন্ধী ছিলেন।