পাটকেলঘাটায় বজ্রপাতে ঘের মালিকের মৃত্যু
বাবলা সরদার, পাটকেলঘাটা :
পাটকেলঘাটা নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য জাহঙ্গীর হোসেন জানান ৬ জুন রবিবার বিকাল ৫ টার সময হরিণ খোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৭) মৎস্য ঘের থেকে বাড়ি।ফিরছিল।
পথিমধ্যে হঠাৎ ঝড় বুষ্টি শুরু হয়।এ সময বজ্রপাতে তার মৃত্যু হয়। নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।