তালার সরুলিয়া ইউপি নির্বাচন : ভোটার-প্রার্থীর চোর-পুলিশ খেলা
জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে :
আগামী ২১ জুন সারাদেশের ন্যায়ে সাতক্ষীরার তালা উপজেলার রাজধানী খ্যাত ৩ নং সরুলিয়া ইউপির নির্বাচনের পূর্ণ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে এ নির্বাচন নিয়ে কোন আমেজ পরিলক্ষিত হচ্ছে না।কেননা লকডাউন এর মধ্যে চলছে সাতক্ষীরায় বিশেষ লকডাউন। অন্যদিকে প্রধান প্রার্থী সরকারী দলের মনোনীত নৌকা প্রতীক প্রাপ্ত বিগত ৪ বার নির্বাচিত চেয়ারম্যন বর্তমান প্রার্থী করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মতিয়ার রহমান (৭০)।এ দিকে বর্তমান চেয়ারম্যন এর প্রধান ২ সহযোগী অসুস্থ থাকায় প্রতিদ্বন্দ্বীদের যেন পোয়াবারো।আওয়ামীলীগ এর তালা উপজেলা কমিটির সহ-সভাপতি, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,দলের বিদ্রোহী প্রার্থী শেখ আঃ হাই মোটরসাইকেল প্রতীক নিয়ে বেশ ফুরফুরে মেজাজে।এ ইউপির সব থেকে বড় বিদ্যালয়ের খ্যাত ও বেশি ছাত্র-ছাত্রীদের শিক্ষক শেখ আঃ হাই, তাছাঁড়া মোট ভোটারের একটি বড় অংশ তিনি পাবেন বলেই অনেকটাই শান্তনীতিতে এগিয়ে চলেছে।অপরাদিকে আওয়ামীলীগ সমার্থীত আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক শিক্ষক নেতা আঃ রব পলাশ আনারস প্রতীক নিয়ে সুকৌশলে নির্বাচনে র কাজ চালিয়ে যাচ্ছে।ভোটারদের সাথে কথা হলে জানিয়েছেন,দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী গত কয়েক বছর ধরে মাঠ তৈরি করেছেন আঃ রব পলাশ।ভোটারদের অভিমত সরকারী চাকুরী ছেঁড়ে নির্বাচন করছেন সে কারণে তাঁর জন্য এ নির্বাচন জয়-পরাজায়ের হিসাব বড়ই চ্যালেঞ্জের।সাথে জামায়াতের শরিক সাবেক ছাত্র-শিবির নেতা হাফেজ শাহ আলম নির্ধারিত ভোটার নিয়ে বদ রয়েছে বেশ খোঁজ মেজাজে। এ ছাঁড়া কৃষকলীগ নেতা প্রভাষক আমিনুজ্জামন চশমা প্রতীক নিয়ে বিএনপি সমার্থিত ভোটারদের মন জয়ে ব্যস্ত রয়েছেন।
ভোটারদের সাথে কথা হলে এ প্রতিবেদককে জানিয়েছেন,যেহেতু স্থানীয় সরকার নির্বাচন,সেহেতু ভোট কোথায় যাবে তা প্রকাশ করতে অনীহা!! এক কথায় সরুলিয়া ইউপির নির্বাচন যেন চোর পুলিশ খেল।