মাগুরা পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, মাথা-পা নিখোঁজ
মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে পরিত্যাক্ত একটি পুকুর থেকে বস্তাবন্ধী পলিথিনে মোড়ানো হাত পা বাঁধা মোঃ আজিজুর রহমান (৩০) নামে যুবকের দুই টুকরো লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানার পুলিশ। বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যার পরিত্যাক্ত পুকুর থেকে দেহ ও একটি পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের একটি পা ও মাথা এখনো নিখোঁজ রয়েছে। রবিবার ৬ জুন সকালে ওই পরিত্যাক্ত পুকুর পাড়ে গাছের পাতা ঝাড়ু দিতে গেলে প্রথমে মতিয়ার মোল্যার স্ত্রী রক্তমাখা বস্তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে। বস্তা খুলে এর ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় হাত বাঁধা দেহ ও একটি পা পাওয়া যায়।
পরে মাথা বিহীন লাশের পরিচয় শনাক্ত করেছেন তার ছোট ভাই হাবিবুর রহমান। লাশের পরনে কালো প্যান্ট ও নীল রংয়ের শার্ট পরা ছিলো। এসব তথ্য মিলিয়ে লাশ শনাক্ত করেছেন বলে জানান তিনি। নিহত যুবক মাগুরা উপজেলার সংকোচখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে। সে ছোটবেলা থেকে বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে নানা আবুল কাশেমের বাড়ি থেকে বড় হয়েছে। আজিজুর রহমান ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, মৃত আজিজুর রহমানের চাচাতো শ্যালকদের সাথে শত্রুতা ছিল। তারা এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে তিনি জানান। মাগুরা সদরের ইছাকাদা গ্রামে আলতাব উদ্দিনের মেয়েকে বিয়ে করেন তিনি। মহম্মদপুর থানার কর্মকর্তা ওসি তারক বিশ্বাস জানান, একটি বস্তাবন্দি পলিথিনে মোড়ানো হাত বাঁধা লাশ পড়ে আছে বলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তার একটি পা, মাথা এখনো উদ্ধার হয়নি। পুলিশের উদ্ধারের চেষ্টা করছে এবং কি কারণে হত্যা করা হয়েছে সেটি উদঘাটনের চেষ্টা চলছে।