কুয়েটের “Team Durbar” এর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

বিজ্ঞপ্তি :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর “Team Durbar (Mars Rover Team)” আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। Mars Society South Asia (MSSA) এর আয়োজনে International Rover Design Challenge (IRDC) শীর্ষক প্রতিযোগিতায় কুয়েটের “Team Durbar” বাংলাদেশী প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় এবং সামগ্রীকভাবে নবম স্থান অধিকার করে। এ প্রতিযোগিতায় সারা বিশে^র ছাব্বিশটি দল অংশগ্রহণ করে। এছাড়া গতবছর অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় বিশে^র আটাশটি দলের মধ্যে কুয়েটের “Team Durbar” বাংলাদেশী প্রতিযোগীদের মধ্যে প্রথম এবং সামগ্রীকভাবে দশম স্থান অধিকার করে।
আন্তর্জাতিক অঙ্গণে সাফল্য অর্জণ করায় কুয়েটের “Team Durbar” কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উল্লেখ্য, প্রায় ত্রিশজন সদস্য নিয়ে গঠিত কুয়েটের “Team Durbar” এর তদারকির দায়িত্ব পালন করছেন বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হেলাল আন-নাহিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x