দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠিত

বিজ্ঞপ্তি :
সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে আহবায়ক এবং এ্যাডঃ জি এম কামরুজ্জামানকে সদস্য সচীব করে ৭৩ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠিত হয়েছে।
ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মান, টেকসই মজবুত ভেড়ীবাঁধ নির্মানসহ পরিকল্পিতভাবে দাকোপের উন্নয়নে দাবী আদায়ের লক্ষে দাকোপ সদর চালনা ডাকবাংলার মোড়স্থ সাবেক এমপি ননী গোপাল মন্ডলের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় সাবেক এমপি ননী গোপাল মন্ডলের সভাপতিত্বে এবং বনবিভাগের সরকারী কৌশুলী এ্যাডঃ জি এম কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, চালনা পৌরসভার সাবেক মেয়র ড.অচিন্ত্য কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা খান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, পানখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, আব্দুর রহিম গাজী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ। সভায় দাকোপের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে আহবায়ক, গোলাম মোস্তফা খান, আজগর হোসেন ছাব্বির, শেখ যুবরাজ, এ্যাডঃ রুহুলামিন, এ্যাডঃ সুভদ্রা সরকার, সজ্ঞয় মোড়ল, ড. অচিন্ত্য কুমার মন্ডল, মীর্জা সাইফুল ইসলাম টুটুলকে যুগ্ম আহবায়ক এবং এ্যাডঃ জিএম কামরুজ্জামানকে সদস্য সচীব করে ৭৩ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, অসিত বরন সাহা, প্রিন্সিপ্যাল জাকির হোসেন, দেবপ্রসাদ গাইন, শেখ সাব্বির আহম্মেদ, অধ্যাপক দুলাল রায়, উমাশংকর রায়, দেবব্রত সরকার দেবু, শাহাবুদ্দিন গাজী, দেবব্রত বিশ্বাস, কিশোর রায়, প্রসেনজিত রায়, আঃ রহিম গাজী, নির্মল সরদার, শাহাবুদ্দিন মোল্যা, আফজাল হোসেন খান, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, অমিত সাহা, সঞ্জয় বৈদ্য, কমলেশ গোলদার, শচীন্দ্রনাথ মন্ডল, গাজী সরোয়ার হোসেন, মলিনা জোয়াদ্দার, শীবেন্দ্র প্রসাদ রায়, বিলাস বিশ্বাস, সাইফুল ইসলাম গাজী, ফয়সাল আলম গাজী, তাপস জোয়াদ্দার, দেবদাস গাইন, রাধা রানী রায়, আবু মুছা গাজী, হাসিনা বেগম, জুলফিক্কার গাজী, দীপংকর বৈদ্য, মনিরুল ইসলাম খান, খানজাহান মোল্যা, উত্তম রায়, আবেদ খান, বিশ্বজিত রায়, অঙ্গন বাইন, মিজানুর রহমান ফারাজী, ধ্রুবশংকর রায়, সিন্ধু শেখর রায়, শ্যামল বৈদ্য, মিল্টন সরকার, আতাউর রহমান বাবু, বিল্লাল হোসেন মোল্যা, কৃষ্ণপদ, মঞ্জু রানী ধর, কোহিনুর বেগম বিউটি, বাসুদেব রায়, মনোয়ারা বেগম, আনিসুর রহমান, মিল্টন গোলদার, সুভেন রায়, অর্চনা রায়, প্রনব কবিরাজ, তন্ময় রায়, শহিদ সানা, মুছা গাজী, মনিষা গাইন, বুলু রানী রায়, রীনা রায়, রীতা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x