গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার প্রদান
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা ) :
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে পি পি এপেক্সিয়ান রফিকুল ইসলাম রফিকের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা ৭ এর অতীত গভর্নর এপেক্সিয়ান খন্দকার জাহাঙ্গীর আলম, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের আইপিপি শাহারুল ইসলাম টিটু, পি পি এপেক্সিয়ান রফিকুল ইসলাম রফিক, প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনোয়ার হোসেন রাজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গোবিন্দগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সেক্রেটারি এপেক্সিয়ান কাজী আসাদুজ্জামান উল্লাস, সেক্রেটারি এন্ড ডিএনই ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এপেক্সিয়ান জিল্লুর রহমান সরকার, গোবিন্দগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের উপদেষ্টা নাজিম উদ্দিন মাষ্টার, আব্দুল হান্নান, রাজু চৌধুরী, এপেক্সিয়ান মনমোহন, জাফর ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।