পাইকগাছায় সংবাদ সম্মেলন 

এফ এম বদিউর জামান :

পাইকগাছায় জাতীয় পরিচয় পত্র সংশোধনের নামে প্রশাসনের ভয় দেখিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ ২৫মে একটি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রতিবাদে রবিবার সকাল ১০.৩০মিঃ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার মন্ডলের পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্তল এ সংবাদ সম্মেলন করেন ।বিনয় কৃষ্ণ মন্ডল লিখিত বক্তব্যে বলেন,পত্রিকায় প্রকাশিত সংবাদটি ভূয়া,মিথ্যা, বানোয়াট ও কারসাজি মূলক। প্রকৃত ঘটনা হলো গোলবুনিয়া গ্রামের মৃত ভরত সরদারের পুত্র বিষ্ণুপদ সরদারের নিজস্ব আইডি কার্ডের জন্ম তারিখ ভূল সংশোধনের জন্য পঙ্কজ মন্ডলের নিকট আসলে যথানিয়মে পূরণ করে সোনালী ব্যাংকে ২৫৩ টাকা জমা দিয়ে রশিদ ও অন্যান্য কাগজ পত্র পাইকগাছা উপজেলা নির্বাচন অফৈ জমা দেন। যথা নিয়মে আইডি কার্ড পেয়ে যান। তারপর থেকে পরবর্তী কোন টাকার লেনদেন সম্পর্কে কিছুই জানেন না। তিনি আরও বলেন, সহকারী শিক্ষকের নামে টাকা ও সোনার হুন্ডির গোপন ব্যবসার অভিযোগ করায় তার মান সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টায় তার পক্ষে থেকে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x