পাইকগাছায় মৃত্যুর প্রায় ৫ মাস পর রানীমার লাশ উত্তোলন
এফ এম বদিউর জামান :
পাইকগাছায় প্রায় ৫ মাস পর কবর থেকে রানীমা নামে এক গৃহবধূর লাশ উত্তলন করা হয়েছে।সোমবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হকের উপস্থিতে উত্তোলন করা হয়। উতোলিত লাশটি পূর্ব গজালিয়া গ্রামের রফিকুল ইসলাম সরদারের মেয়ে । তার স্বামী পূর্ব গজালিয়া গ্ৰামের কামরুল ইসলামের ছেলে মহসীন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এমর্মে মামলা হলে আদালত লাশ উত্তোলনের আদেশ দেয়। উপস্থিত ছিলেন ওসি অপারেশন স্বপন রায়,এস আই তাপষ,তাকবীর হোসেন, সুকান্তসহ অন্যান্য পুলিশ সদস্য। লাশ উত্তোলনের সময় এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত দেখা যায় ।