খুলনায় নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার
স্টাফ রিপোর্টার
খুলনায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান তালুকদার। আজ ৩১ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি মুন্সিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মো. মনিরুজ্জামান তালুকদার ২১ তম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকুরী জীবনে প্রবেশ করেন।
২০ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মো. হেলাল হোসেন ২০১৮ সালের ১৩ আগস্ট থেকে খুলনা জেলা প্রশাসক পদে অদ্যাবধি কর্মরত ছিলেন। আজ জন প্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব পদে তাকে বদলি করা হয়েছে।