বুলু আহমেদের ইন্তেকালে এমইউজের শোক
বিজ্ঞপ্তি :
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক অনির্বাণ এর নির্বাহী সম্পাদক বুলু আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নেতৃবৃন্দ।
মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিল্টন ও এম এ হাসান।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডক্টর মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
উল্লেখ্য বুলু আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি শুক্রবার সন্ধ্যা সাতটায় তার গ্রামের বাড়ি কলারোয়ায় ইন্তেকাল করেন।