মেলবোর্নে আবারো লকডাউন

কালান্তর ডেস্ক :
করোনাভাইরাস মহামারি দ্রুত ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই লকডাউন শুরু হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ভিক্টোরিয়াতে ২৬ জনকে শনাক্ত করা হয়েছে। সংক্রমণ ছড়াতে পারে এমন ১৫০টি স্থানকে সন্দেহের তালিকার শীর্ষে রাখা হয়েছে। এছাড়া কয়েকটি স্টেডিয়ামের দর্শকদের করোনা শনাক্ত করা হয়েছে।
স্থানীয় প্রশাসন বেশ দক্ষতার সঙ্গে ইরিমধ্যে ১০ হাজার সম্ভাব্য মানুষকে শনাক্ত করেছেন, যারা করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। লকডাউনের দিনগুলোতে তাদের ওপর বিশেষভাবে নজর রাখা হবে।
রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো জানান, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে, গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত, যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।
উল্লেখ্য, মহামারি শুরুর পর এই নিয়ে চতুর্থবারের মতো লকডাউন জারি করা হলো মেলবোর্নে। গত বছর এই শহরে চারমাস পর্যন্ত লকডাউন জারি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x